সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুর শহর জুড়ে বৃষ্টিকে উপেক্ষা করে করা হলো মিছিল অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ।

0
269

শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,1 ১ আগস্ট,দক্ষিণ দিনাজপুর:-সারা ভারত খেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে গোটা রাজ্যের পাশাপাশি বুনিয়াদপুর শহর জুড়ে বৃষ্টিকে উপেক্ষা করে করা হলো মিছিল অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ।

বেশ কিছু দাবি দাবা নিয়ে তথা চোর ধরো জেল ভরো কর্মসূচিকে সামনে রেখে আজকের এই মিছিল পথসভা করা হয় বুনিয়াদপুরে। বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে ৩০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম কর্মী সমর্থকরা। এর পাশাপাশি বুনিয়াদপুর ট্রাফিক এ তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কুশপুতুল দাহ করলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এই টাকার মূল উৎস কি কার কার কাছে এই টাকা যেত কারা এর মধ্যে জড়িত আছে সমস্ত বিষয়ে খতিয়ে ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন সিপিআইএম কর্মী সমর্থকরা। এছাড়াও ১০০ দিনের কাজ বছরে ২০০ দিন করাতে হবে, ৬০০ টাকা দিনমজুর দিতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অস্বাভাবিক মূল্যবৃদ্ধির দাম কমাতে হবে। এ সমস্ত দাবি নিয়ে আজকের এই পথসভা। প্রায় ৩০০ জন সিপিএম কর্মসমর্থকরা আজকের এই মিছিলে পায়ে পা মেলান। বুনিয়াদপুর শহর জুড়ে বৃষ্টি হলেও পথসভা ছেড়ে যাননি সিপিআইএম কর্মী সমর্থকরা।

এ বিষয়ে বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন জানিয়েছেন আজকে আমরা চোর ধরো জেল ভরো এর পাশাপাশি আরো কিছু দাবি দাবা নিয়ে আমরা আজকে মিছিল অবস্থান বিক্ষোভ ও রাস্তা আবরোধ করলাম এর পাশাপাশি প্রাক্তন শিক্ষামন্ত্রীর কুষ পুতুল দাহ করলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here