চাকরি প্রার্থীদের আমও যাবে, ছালাও যাবে” বালুরঘাটে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।দিলেন সকলকে সিবিআয়ের শরনাপন্ন হবার পরামর্শ

0
378

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৫ জুলাই ———— যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা টাকা দিয়েছেন, চাকরি পাননি, সকল চাকরিপ্রার্থীকেই সিবিআইকে জানাবার পরামর্শ সুকান্তর। সোমবার নিজের বাড়িতে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

 তিনি বলেন তাছাড়া আমও যাবে, ছালাও যাবে। শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জ্জী গ্রেপ্তার হতেই শিক্ষক ও হবু শিক্ষকদের উদ্দেশ্য এদিন এমনই বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। তার কথাই অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছেন। আবার কেউ কেউ টাকা দিয়েছেন অথচ চাকরি পাননি। তাই তাদের সকলকেই খোলাখুলিভাবে বিষয়টি সিবিআইকে জানাবার পরামর্শ দিয়েছেন তিনি। এদিন একইসাথে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই দুর্নীতির পিছনে শুধু পার্থ বাবুই নন। আপাদমস্তক তৃণমূল জড়িত রয়েছে। বিধায়ক থেকে মন্ত্রী সকলেই এই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। রাজ্য সভাপতির আক্রমনের নিশানা থেকে বাদ যাননি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তিনি বলেন, এর আগে শিক্ষামন্ত্রী থাকাকালীন সময়ে যাদের যোগ্যতা নেই তাদের চাকরি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। এখানেও তারা সিবি আই তদন্তের দাবি জানাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here