বালুরঘাট মাতৃসদনের এক কর্মকর্তা ও নার্সদের অভব্য আচরনের প্রতিবাদে রাস্তায় নামলেন আয়া মাসীরা, বিক্ষোভ পুর হাসপাতালের সামনে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ জুলাই——- মাতৃসদনের এক কর্মকর্তা ও নার্সদের অভব্য আচরনের প্রতিবাদে রাস্তায় নামলেন আয়ারা। সোমবার বালুরঘাট পুরসভার অধীনস্থ মাতৃসদনের গেটের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন মাতৃসদনে কর্মরত আয়া মাসীরা। এদিন সকাল থেকে এমন বিক্ষোভে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। তাদের অভিযোগ, সেখানকার এক আধিকারিক এবং নার্সরা বেশকিছুদিন ধরে খারাপ ব্যবহার করছেন তাদের সঙ্গে। বিষয়টি নিয়ে পুরসভা কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ জানাবার পরেও কোন রকম ব্যবস্থা গ্রহন করেনি কতৃপক্ষ৷ আর তাই এদিন বালুরঘাট পুরসভার অধীনস্থ মাতৃ সদনের আধিকারিক সহ কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি অবিলম্বে তাদের সাথে চলা দুর্ব্যবহার ও হেনস্থা বন্ধ করতে হবে৷ শুধু তাই নয়, তাদের দাবি বালুরঘাট পুরসভার পক্ষ থেকে মাতৃসদন দেখভাল করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে, তাকে অবিলম্বে সরাতে হবে। এছাড়াও বর্তমানে যেসব কর্তব্যরত নার্সরা রয়েছে তাদেরকেও সরাতে হবে, তা না হলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনে নামবেন তারা।
আন্দোলনকারী টমি মহন্ত বলেন, নানা অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করা হয়। বিষয়টি নিয়ে বারবার জানিয়েও কোন লাভ হয়নি। অবিলম্বে অমিতাভ চন্দ সহ নার্সদের সেখান থেকে না সরানো হলে আরো বড় আন্দোলনে নামবেন তারা।