গ্যাসের মুল্য বৃদ্ধি থেকে মা-বোনেদের বাচাতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু মমতা বন্দ্যোপাধ্যায়ের, বালুরঘাটে ২১ শে জুলায়ের প্রচার সভা করতে এসে বললেন দেবাংশু ভট্টাচার্য

0
312

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ জুলাই —-— গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে বাঁচাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু মমতা বন্দ্যোপাধ্যায়ের। বালুরঘাটে এসে বললেন তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ক্লাব প্রাঙ্গনে একুশে জুলাইয়ের প্রচার সভা করতে আসেন দেবাংশু। যেখানে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে একাধিক ঝাঁঝালো বক্তব্য তুলে ধরেন তিনি। তার কথায় গ্যাসের দাম বাড়াচ্ছে মোদি আর তার থেকে বাঁচাতে মা-বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি আরো বলেন কেন্দ্রের প্রকল্প বিজেপি নেতাদের নামে চালানোর চেষ্টা হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নামে প্রকল্প চালান। কেন্দ্র দেশের নামে প্রকল্প চালালে তৃণমূলের কোনো অসুবিধা থাকবে না। এদিন একই সাথে বামফ্রন্টকেও বিধেছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন মমতাকে হারাতে বামফ্রন্ট বিজেপির সাথে প্রচার করেছে। ব্রেন ডেথ হয়ে যাওয়ার পর রোগী যেমন তার হার্ট, ব্রেন দান করেন তেমনি এই জেলার বাম নেতৃত্বরা বিজেপির কাছে নিজেদের অঙ্গ দান করেছিল। তাতেও মমতাকে হারতে পারেনি। এদিনের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার কে সরানোর ডাকও দিয়েছেন তিনি। এদিনের এই সভায় দেবাংশ  ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, যুব সভাপতি অম্বরিশ সরকার সহ অনান্য সমস্ত নেতৃত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here