লকডাউন এর মধ্যেই কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় বোমা ফেটে পাঁচ জন আহত হল।

0
1589

আলিপরদুয়ার: লকডাউন এর মধ্যেই কামাখ্যাগুড়ি সুপার মার্কেট এলাকায় বোমা ফেটে পাঁচ জন আহত হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণর তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের এলাকা কেঁপে ওঠে। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতরা হল তন্ময় বর্মন (২১), প্রশান্ত বর্মন (১৪), লিটন দাস (২২), রাহুল দাস (২৩), অলোকেশ বর্মন (২৪)। এদের মধ্যে তন্ময়ের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরনে তার একটি হাত উড়ে গিয়েছে। তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি চার জন কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মাছ ধরার জন্য তারা এই বোমা তৈরি করছিল বলে আহতরা জানিয়েছে।মাছ ধরার জন্য এত শক্তিশালী বোমা তৈরি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার বলেন, ‘সকাল সকাল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিই। ঘটনার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা চলছে।*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here