১৩ দফা দাবি নিয়ে জেলাশাসক অফিস ঘেরাও ভারত জাকাত মাঝিপরগনার, বালুরঘাটে সশস্ত্র মিছিল আদিবাসীদের
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ জুলাই: অলচিকি ভাষায় পঠন পাঠন, অবিলম্বে পঞ্চম তপশিলি আইন লাগু করা, ফেক এসটি সার্টিফিকেট প্রদান বন্ধ, ডেউচা পচামি কয়লা খনি বন্ধ করা সহ ১৩ দফা দাবির ভিত্তিতে বালুরঘাটে ভারত জাকাত মাঝি পরগনা মহলের বিক্ষোভ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় জেলা শাসক ভবনের সামনে। সশস্ত্র আদিবাসীদের এমন বিক্ষোভের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এলাকা। পরে জেলাশাসকের কাছে আদিবাসী সংগঠনের তরফে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিশাল পুলিশও মোতায়েন করা হয়েছিল এদিন। বালুরঘাট হাইস্কুল মাঠে একত্রিত হয়ে এদিন মিছিল করে সশস্ত্র আদিবাসীরা জেলাশাসক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, অবিলম্বে অলচিকি ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে। ভুয়ো এসটি সার্টিফিকেট যাতে কোনভাবেই প্রদান না করা হয় সে বিষয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহন করতে হবে।
সংগঠনের জেলা সভাপতি অরুণ কুমার হাঁসদা বলেন, তাদের দাবি পুরন না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামবে আদিবাসীরা।