শিলিগুড়ি:-
অস্ত্র সহ তিন ডাকাতকে গ্রেপ্তার করলো এনজেপি থানার পুলিশ।গোপন সূত্রের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত কামরাঙ্গাগুড়ি এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ,তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশকিছু লোহার অস্ত্রসস্ত্র।ধৃতরা হলো দেবাশিস দাস, মাটিগারার বাসিন্দা।মোহাম্মদ রুস্তম,রাজাহলি এলাকার বাসিন্দা।ও কানছা পাসওয়ান,নেতাজি মোড় এলাকার বাসিন্দা।ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।