প্যাঙ্গোলিন পাচারের আগেই ২জনকে গ্রেফতার করলো বনকর্মীরা

0
260

শিলিগুড়ি:-

প্যাঙ্গোলিন পাচারের আগেই ২জনকে গ্রেফতার করলো বনকর্মীরা।বৃহস্পতিবার ভোড় রাতে শিলিগুড়ির নৌকাঘাট মোড় থেকে গ্রেফতার করা হয় তাদের।ধৃতদের কাছ থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন উদ্ধার করা হয়।ধৃতরা হলেন,বিজয় বানিয়া ছেত্রী ও শ্যাম রতন রসাইলি।দুইজনই কালিম্পংয়ের বাসিন্দা।বেলাকোবা বনদপ্তর সূত্রে জানা গিয়েছে,সিকিম থেকে একটি জীবন্ত প্যাঙ্গোলিন শিলিগুড়ির নৌকাঘাট হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।সেই সময় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্যাঙ্গোলিন সহ দুইজনকে গ্রেফতার করে ও একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করে।ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here