মা কালীকে নিয়ে সাংসদ মহুয়া মৈত্রের করা মন্তব্য নিয়ে থানায় এফ আয়ের বিজেপির, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের বিধায়ক বুধরাই টুডুর

0
218

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ৬ জুলাই ———- মা কালি কে নিয়ে নদিয়ার সাংসদ মহুয়া  মৈত্রের করা মন্তব্য নিয়ে দক্ষিন দিনাজপুরে এফ আই আর দায়ের বিজেপির। বুধবার দুপুরে  তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু ও জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল করে বালুরঘাট থানায় হাজির হন বিজেপি নেতৃত্বরা। যেখানেই তৃনমুল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবিলম্বে তাকে গ্রেফতার ও তৃনমুল থেকে বহিষ্কার না করা  হলে জেলাজুড়ে আন্দোলনে নামবার হুশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির তরফে।

বিজেপির অভিযোগ, সংখ্যালঘু ভোট ব্যাংক মজবুত রাখার জন্য তৃনমুলের নেতা নেত্রীদের কালচার হয়ে গেছে হিন্দু দেবদেবী নিয়ে এসব কুরুচিকর মন্তব্য করা। এ জিনিষ অবিলম্বে বন্ধ করার জন্য তৃনমুল নেত্রীর দৃষ্টি আকর্ষন ও তারা করেছেন থানা থেকে বেড়িয়ে এসে।


তপনের বিধায়ক বুধরাই টুডু বলেন, মা কালীকে নিয়ে করা সাংসদের এমন মন্তব্য হিন্দু ভাবাবেগকে আঘাত করে। যার প্রতিবাদেই এদিন তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, সংখ্যালঘু ভোটব্যাংক মজবুত করবার জন্য তৃণমূলের নেতা নেত্রীরা মাঝেমধ্যেই হিন্দুদের দেবদেবী নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করছেন। এধরণের রাজনীতি বন্ধ হওয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here