পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুলাই—– ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা পদে চাকরি নেওয়ার চেষ্টা। ঘটনায় গ্রেপ্তার ৩ পরীক্ষার্থী৷ ধৃত তিনজনের মধ্যে একজন মহিলাও রয়েছেন। যাদের বাড়ি উত্তর দিনাজপুর জেলার নহরগজ, তাহেরপুর ও বড় দামদরপুর এলাকায়। ধৃত তিনজনকেই ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বুধবার বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই চক্রের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

জানা গেছে, গত মে মাসে ডাক বিভাগ এরাজ্যে ১৯৬৩ টি শুন্যপদে জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি জারী করে। মঙ্গলবার বালুরঘাট হেড পোস্ট অফিসে সেই গ্রামীণ ডাক সেবা পদে নিয়োগের জন্য নথি স্কুটনির কাজ চলছিল। মূলত মাধ্যমিকের কাগজপত্রই স্কুটনি করা হচ্ছিল। সেই সময় তিনজন চাকরি প্রার্থীর মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পোস্ট অফিসের আধিকারিকদের। এরপর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই সামনে আসে ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেটের বিষয়টি৷ যার পরেই তাদের আটকে রেখে খবর দেওয়া হয় বালুরঘাট থানার পুলিশকে৷ পুলিশ গিয়ে এক মহিলা সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে৷ পুলিশ জানিয়েছে ধৃতরা হল আতাউর রহমান, সঞ্চিতা বর্মন ও মহঃ ইউনিস আলি। এদিন ধৃতদের বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সুত্রের খবর অনুযায়ী, ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মার্কশিট ও সার্টিফিকেট গুলি ভিন রাজ্যের কোন শিক্ষা প্রতিষ্ঠানের। যেগুলি মোটা অঙ্কের টাকা দিয়েই কিনেছিল তারা বলেও প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে এই ঘটনার পিছনে বড় কোন চক্র রয়েছে কিনা তা নিয়ে জোর তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, পোস্ট অফিস থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতেই ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের কাগজপত্র খতিয়ে দেখবার পাশাপাশি এই ঘটনার পিছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।