কোরবানির ঈদ সুষ্ঠ ভাবে পালন করার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক টাঙ্গন সভাকক্ষে করা হলো আলোচনা সভা।

0
282

শীতল চক্রবর্তী বংশীহারী 06 জুলাই দক্ষিণ দিনাজপুর:-কোরবানির ঈদ সুষ্ঠ ভাবে পালন করার উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লক টাঙ্গন সভাকক্ষে করা হলো আলোচনা সভা। 

  দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানা পুলিশের উদ্যোগে বংশীহার ব্লক টাঙ্গন সভাকক্ষে কোরবানির ঈদ সুষ্ঠ ভাবে পালন করার উদ্দেশ্যে করা হলো আলোচনা সভা। এই সভাতে উপস্থিত ছিলেন বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, বংশীহারী থানার বড়বাবু কার্তিক চন্দ্র সরকার বংশীহারী ব্লকের সহ-সভাপতি গনেশ প্রসাদ সহ বুনিয়াদপুর পৌরসভা ও বংশীহারী ব্লক এরিয়ার সমস্ত গ্রামের মসজিদের ইমামদের নিয়ে এই আলোচনা সভা করা হয়। আলোচনা করা হয় প্রতিবছরের মতো এ বছরও কোরবানির ঈদে সুষ্ঠভাবে এই দিনটিকে যেনো পালন করা হয়। 

এ বিষয়ে বংশীহারী ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন আজকে আমরা সমস্ত এলাকার মসজিদের ইমাম দের নিয়ে সামনে আসছে কোরবানির ঈদকে সুষ্ঠ ভাবে পালন করা হয় এই বিষয় নিয়ে আলোচনা করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here