ক্যারিব্যাগকে বিদায় জানিয়ে পদ্মপাতা ফিরলো বালুরঘাটের বাজারে, প্রশংসার সুর পরিবেশপ্রেমীদের গলায়
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৫ জুলাই—ক্যারিব্যাগকে বিদায় জানিয়ে পদ্মপাতা কে ফেরালো ব্যবসায়ীরা। ১ লা জুলাই থেকে ক্যারিব্যাগ ব্যবহার সম্পুর্নভাবে নিষিদ্ধ হতেই পুরোনো প্রথা অবলম্বনের পথে হাটলো বালুরঘাটের ব্যবসায়ীরা। মঙ্গলবার শহরের তহ বাজারে এমনই চিত্র দেখা গেল। পদ্ম পাতাতে করেই মাছ বিক্রি করছেন বালুরঘাটের মাছ ব্যবসায়ীরা।
১ লা জুলাই থেকে গোটা দেশজুড়েই নিষিদ্ধ হয়েছে প্ল্যাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার। সেই হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলাতেও ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ হয়েছে। বালুরঘাট পুরসভার পক্ষ থেকেও লাগাতার সচেতনতা মূলক প্রচার করা হয়েছে শহরজুড়ে। ক্রেতা ও বিক্রেতারা ৭৫ মাইক্রোনের নিচে যাতে কোনভাবেই প্লাস্টিক ব্যবহার না করে সেই দিকটির দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। সেই হিসাবেই বালুরঘাট শহরের তহ বাজার এবং সাহেব কাছারী বাজারে প্ল্যাস্টিক ক্যারিব্যাগ সম্পুর্ন রুপে বর্জন করে পদ্মপাতা ব্যবহারের কার্যত সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট দিন থেকে যে পদ্মপাতাতে করেই সামগ্রী দেওয়া হচ্ছে ক্রেতাদের। এর ফলে ব্যবসায়ীদের যেমন উপার্জন বাড়ছে, ঠিক তেমনি ভাবে বাজারে প্লাস্টিক ব্যবহার সম্পুর্নরপে বন্ধ হচ্ছে। মাছ, মাংস থেকে অন্যান্য সবজি, সবটাই দেওয়া হচ্ছে পদ্ম পাতায়। ব্যবহার হচ্ছে খবরের কাগজেরও। শহরজুড়ে ব্যবসায়ীদের এমন কঠোর সিদ্ধান্ত যথেষ্টই প্রশংসা কুড়িয়েছে পরিবেশপ্রেমীদের গলায়।
অংশুমান বর্মন নামে এক বাসিন্দা বলেন, প্ল্যাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার একেবারেই বন্ধ হওয়া উচিত। আর এব্যাপারে প্রশাসনের নজর রাখা উচিত। তার পরিবর্তে পদ্মপাতার ব্যবহার যথোপযুক্ত। কেননা এই পদ্মপাতাতে করেই আগে বেশিরভাগ কাজ হত।