মার্কশিট পুড়িয়ে বালুরঘাটে আন্দোলন এসএসসি চাকরি প্রার্থীদের, প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ জেলা প্রশাসনিক ভবনের সামনে
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৫ জুলাই— এসএসসিতে দ্রুত নিয়োগের দাবিতে অভিনব আন্দোলন বালুরঘাটে। নিজেদের মার্কশিট পুড়িয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনের সামনে এমন আন্দোলন ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। চাকরিপ্রার্থীদের অভিযোগ তাদের উপযুক্ত যোগ্যতা থাকার পরেও তারা চাকরি থেকে বঞ্চিত। সরকার শুধু ভাওতাবাজি দিয়ে অস্থায়ী শিক্ষক, সিভিক শিক্ষক নিয়োগে ব্যস্ত। এমন সব ঘটনার প্রতিবাদেই এদিন তাদের এই আন্দোলন। আগামীতে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ার দিয়েছেন আন্দোলনকারীরা। এদিন শহরের নারায়নপুর এলাকা থেকে প্ল্যাকার্ড হাতে একটি মিছিল বের করেন চাকরি প্রার্থীরা। শহর পরিক্রমা করে যে মিছিলটি পৌছায় জেলা প্রশাসনিক ভবনের সামনে। যেখানেই বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।
বিক্ষোভকারীদের তরফে সাবিউল হাসান বলেন, সিভিক শিক্ষক নয়। দ্রুত সরকারকে বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ করতে হবে।