খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্ত নগর এলাকায়। মৃত ব্যক্তির নাম দীনশ বর্মন (৭০)।

0
295

তিতাস পাল,জলপাইগুড়িঃ-খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহর সংলগ্ন খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্ত নগর এলাকায়। মৃত ব্যক্তির নাম দীনশ বর্মন (৭০)। খুনের ঘটনায় অভিযোগের তীর ওই এলাকার বাসিন্দা হীরা বসাক, গোবিন্দ বসাক, খোকা বসাক সহ ওই পরিবারে আরো কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত বছর অগাস্ট মাসে। সেই সময় একটি পরকীয়ার ঘটনার জেরে খুন হয়েছিল বসাক পরিবারের ছেলে রাজা বসাক। খুনের অভিযোগের ভিত্তিতে সেই সময় দীনেশ বর্মন এবং তার ছেলে অনন্ত বর্মন সহ পরিবারের আরো কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে রাজা খুনের ঘটনায় দীনেশ বর্মন, অনন্ত বর্মন দীর্ঘ কয়েক মাস জেলে ছিল। দু মাস আগে তারা জেল থেকে বেরিয়ে আত্মীয়র বাড়িতে থাকার পর রবিবার সকালে সুকান্ত নগরের নিজের বাড়িতে ফেরে। অনন্তর অভিযোগ বাড়িতে ফেরার কিছু সময় পরেই হীরা, গোবিন্দ, খোকা সহ তাদের পরিবারে ছয় সাত জন দীনেশের বাড়িতে চড়াও হয়। বাড়ি ঘর ভাঙচুর চালানোর পাশাপাশি কাঠের বাটাম এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্তরা বলে অভিযোগ। ঘটনা স্থলেই মৃত্যু হয় দীনেশ বর্মনের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here