পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২ জুন–– কেন্দ্র ও রাজ্য সরকারকে দায়ীত্ব নিতে হবে চিটফান্ডে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের টাকা ফেরাতে। বুধবার এই দাবীতে আন্দোলন বালুরঘাটে । অল বেঙ্গল চিটফান্ড সাফারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে শহরের আর্য্যসমিতি এলাকায় গান্ধী মুর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করা হয় । প্রায় শতাধিক কর্মীসমর্থক এদিনের এই আন্দোলন কর্মসূচীতে অংশগ্রহণ করেন । এদিন হিলি মোড়েও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের কর্মকর্তারা ।
সগঠনের জেলা কোষাধ্যক্ষ্য দেবব্রত দে অভিযোগ করে জানিয়েছেন, ২০১৩ সাল থেকে যখন সমস্ত চিটফান্ড কোম্পানী উঠে যায় সেই সময় থেকেই সাধারণ মানুষদের টাকা ফেরতের দাবীতে আন্দোলনে নেমেছে তাদের সংগঠন । এত দিন পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকার সেই টাকা ফেরতের কোন ব্যবস্থা করেনি। ক্লাবগুলিকে টাকা, উৎসব সব ঠিকঠাক হলেও তারা কেন টাকা ফেরত পাবেন না। যে কারণেই একপ্রকার বাধ্য হয়ে তারা পুনরায় আন্দোলনে নেমেছেন । তাদের দাবী পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফে।