অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচলের রাস্তার দাবিতে সরব হলেন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের দৌলতবাটির বিন পাড়ার বাসিন্দারা।

0
235

উত্তর দিনাজপুর:-অ্যাম্বুলেন্স সহ জরুরি যানবাহন চলাচলের রাস্তার দাবিতে সরব হলেন কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল গ্রাম পঞ্চায়েতের দৌলতবাটির বিন পাড়ার বাসিন্দারা। রাস্তা না থাকায় যাতায়াতের ক্ষেত্রে তীব্র সমস্যায় পড়েছেন তারা৷ সমস্যা সমাধানের জন্য এলাকার বাসিন্দাদের নিয়ে আলোচনায় বসলেন কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব।

এক পাশে রয়েছে শ্রীমতি নদী ও অপর পাশে রয়েছে রেল পথ। এই পাড়ায় শতাধিক পরিবার থাকলেও শহরে আসার রাস্তা নেই বললেই চলে। ফলে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না গ্রামে। অন্যের জমির ওপর দিয়ে যাতায়াত করতে হয়। এনিয়ে মাঝে মধ্যে পাড়ায় অশান্তি বাঁধে৷ এতে চলাচল বন্ধ হয়ে গেলে অনেকটা ঘুর পথ দিয়ে আসতে হয় শহরে। সম্প্রতি এলাকায় এনিয়ে ঝামেলা হওয়ায় জমির মালিক বেড়া দিয়ে ঘিরে নিয়েছেন রাস্তা। বাসিন্দাদের দাবি চলাচলের রাস্তা তৈরি করুক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। সোমবার এলাকার মানুষদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, অঞ্চল তৃণমূল সভাপতি সাধন চন্দ্র রায়,অঞ্চল যুব সভাপতি সঞ্জয় বর্মণ,৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সহ অন্যান্যরা। দীর্ঘক্ষণ আলোচনার পর জমিতে দেওয়া বেড়া খুলে দেওয়া হয় জমির মালিকের অনুমতি সাপেক্ষে৷ তবে আগামীদিনে চলাচলের রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন ব্লক তৃণমূল নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here