সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুদ্ধ সাংবাদিক মহল, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান, পেন ডাউন সহ একাধিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক উত্তর দিনাজপুর প্রেসক্লাবের।
খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল পাঁচ সাংবাদিক। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে বেল পাইয়ের দেওয়ার ব্যাবস্থা করে দেওয়ায় গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ পুলিশের দ্বারা আক্রান্ত হল বলে দাবি করল উত্তর দিনাজপুর প্রেসক্লাব। সাংবাদিক নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উত্তরবঙ্গ ব্যাপী বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে প্রেসক্লাবের সকল সদস্যরা।
বুধবার রায়গঞ্জের বাজিতপুরে খবর সংগ্রহ করতে গিয়ে এক পুলিশ কর্মীর দ্বারা আক্রান্ত হয়েছিলেন প্রবীন সাংবাদিক সুদীপ চক্রবর্তী সহ পাঁচজন। এদের মধ্যে দুজনকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনা নিয়ে অভিযুক্ত পুলিশ কর্মী দেবব্রত রায় সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও রায়গঞ্জ থানার পুলিশ উদ্দেশ্য প্রনোদিত ভাবে মামলা লঘু করে অভিযুক্ত দেবব্রত রায়কে বেল পাইয়ে দেওয়ার ব্যাবস্থা করে। পুলিশের এই ভূমিকায় সংবাদ মাধ্যমই পুলিশের দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল বলে অভিযোগ তোলেন উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি অমিত সরকার। অমিত বাবু এও বলেন পুলিশের এই ভূমিকার প্রতিবাদে উত্তরবঙ্গজুড়ে আন্দোলনে নামছেন সমস্ত সাংবাদিকেরা। উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক অলিপ মিত্র বলেন, খবর সংগ্রহ করতে গিয়ে যেভাবে সাংবাদিকেরা আক্রান্ত হয়েছেন তারপর রায়গঞ্জ থানার পুলিশের এই ভূমিকার প্রতিবাদে শুক্রবার প্রেসক্লাব ভবনে জরুরী আলোচনা সভা ডাকা হয়। সেই সভা থেকেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা আর রাখা সম্ভব নয়। সাংবাদিকদের পক্ষ থেকে রায়গঞ্জ থানাকে অসহযোগিতার বার্তা দেওয়ার পাশাপাশি সাংবাদিক নিগ্রহ কান্ডে পুলিশের ভূমিকার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামা হচ্ছে। আগামীকাল নর্থবেঙ্গল অ্যান্ড সিকিম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ব্যানারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। পাশাপাশি পেন ডাউন আন্দোলন সংগঠিত করা হবে।