গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ মহারাজপুরের পাটনের এক যুবকের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে,পুলিশ হেফাজতে চেয়ে পাঠানো হয়েছে আদালতে

0
268

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর 14 জুন দক্ষিণ দিনাজপুর:-গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে একটি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ গঙ্গারামপুরের বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। অভিযুক্তের বাড়ি গঙ্গারামপুর থানার 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটনে।অভিযুক্তকে পুলিশ সাত দিনের হেফাজতে মহকুমা আদালতে পাঠানো হয়েছে।

    গঙ্গারামপুর থানা পুলিশ জানায়, ধৃত ওই অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস (২২) বছর।তার বাড়ি গঙ্গারামপুর থানার 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাটন এলাকায়। গঙ্গারামপুর থানার পুলিশি সূত্রে জানা গিয়েছে,থানার আইসির কাছে গোপন সূত্র খবর আছে যে, ধৃত যুবক গঙ্গারামপুরে বাসষ্ট্যান্ড এলাকায় এক যুবকের কাছে ওই পিস্তল-গুলি বিক্রি করতে জড়ো হয়েছে।এরপরে তিনি থানা থেকে পুলিশ অফিসারদের সেখানে পাঠান। আইসির নির্দেশ পেয়েই গঙ্গারামপুর থানার পুলিশ কর্মীরা ক্রেতা সেজে প্রসেনজিৎ দাস এর কাছে  গঙ্গারামপুরের বাসস্ট্যান্ডে গিয়ে পিস্তল ও গুলি কিনতে চান।।পুলিশের দাবি, প্রসেনজিৎ সেগুলো বের করতেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

  গঙ্গারামপুর থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারা দিয়ে গঙ্গারামপুর মহাকুমা আদালতে বুনিয়াদপুরে পাঠিয়েছে।

গঙ্গারামপুর থানা পুলিশের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here