ফাঁকা বাড়ির সুযোগে বংশীহারী থানার জোড়দিঘিতে চুরির ঘটনা ঘটলো, খোয়া গেল বহু টাকার জিনিস
শীতল চক্রবর্ত্তী, গঙ্গারামপুর, 14 জুন ,দক্ষিণ দিনাজপুর :——বাড়িতে কেউ না থাকার সুযোগে বড়োসড়ো চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জোড়দিঘী এলাকায়।বাড়ির মালিকের আত্মীয়-স্বজনেরা বিষয়টি জানতে পেরে রাতেই স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ এসে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনায় শোরগোল পড়েছে লেখা জুড়ে। চুরি যাওয়া বাড়ির মালিকের আত্মীয় স্বজনদের কাছ থেকে জানা গিয়েছে যে,ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পুরো বাড়িতে লুটপাট করে চুরি করে চোরের দল। দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। বাড়ির পরিবারের দাবি ,বাড়িতে থাকা 8থেকে 10 ভরি সোনা ও 4 থেকে 5 হাজার টাকা সবকিছুই চুরি করে নিয়ে যায়। বাড়ির মালিক পরিমল সাহা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। পরিমল সাহার মেয়ে ব্যাঙ্গালোরে পড়াশোনা করেন। সেখানে পরিবারের লোকজন কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে গিয়ে ছিলেন তারা। পাশের বাড়ির আত্মীয়দের তার বাড়িটি নজর দেবার কথা বলে যান। রীতিমতো পাশের বাড়ি আত্মীয়রা বাড়িতে দেখাশুনা করতেন। এরি মধ্যে বাড়ির ভিতরে ঢুকে পুরো বাড়ি লুটপাট করে চুরি করে চোরের দল। সোমবার সন্ধ্যায় পাশের বাড়ির আত্মীয় আবারো বাড়িটি দেখতে গেলে দেখতে পায় দরজার তালা ভাঙ্গা ।ঘরের ভিতর সব দরজা খোলা সবকিছু এলোমেলো অবস্থায় পরে রয়েছে।কেউ বা কাহারা চুরি করে নিয়ে গেছে।
এবিষয়ে পাশের বাড়ির আত্মীয় শশুর মনোরঞ্জন সাহা জানিয়েছেন, আমাকে জামাই বাড়ির চাবী ও দেখা শোনা দায়িত্ব দিয়ে গিয়েছিল। রীতিমতো আমরা দেখাশোনাও করতাম। এরই মধ্যে গত দু’দিন আমি আসতে পারিনি আর এই সুযোগেই চুরি করে নিয়ে গেছে। 8 থেকে 10 ভরি সোনা ছিল 5 থেকে 6 হাজার টাকা ছিল আর কি কি ছিল জামাই না আসলে বলতে পারব না। বারবার এরকম চুরি যাচ্ছে আমরা তার সুব্যবস্থা চাই। এবিষয়ে আর এক আত্মীয় রাজা দাস জানিয়েছেন আমার ভাইরা পরিমল সাহা বাড়িতে চুরির ঘটনা শুনে ছুটে এসেছি এসে দেখছি সমস্ত জিনিস লুটপাট হয়েছে। দরজা-জানালা ভাঙ্গা, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটেছে। আমরা চাই প্রশাসন অতি দ্রুত চোরকে খুঁজে বের করুন। আর আমাদের জিনিসপত্র আমাদেরকে ফেরত দেয়া হোক। এবিষয়ে এলাকাবাসী নিরেন চন্দ্র সাহা জানিয়েছেন ,খবর পাই পরিমল সাহার বাড়িতে চুরি হয়েছে ছুটি আছে দেখতে। এর আগে এরকম বহুবার চুরির ঘটনা আমরা শুনেছি প্রশাসনের কাছে এটাই দাবি করব যাতে এরকম চুরি হওয়া বন্ধ হয় আর চোরকে খুঁজে বের করা হোক। এরকম ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার বিষয়ে অভিযোগ জানানো হয় বংশীহারী থানাতে। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আইসি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।এখন দেখার এটাই বংশীহারী থানার পুলিশ কত দিনে চোরকে ধরতে পারে নাকি চোরের সঙ্গে যুক্ত আছে পুলিশরাও।
ReplyReply allForward |