শীতল চক্রবর্ত্তী ,গঙ্গারামপুর, 14 জুন, দক্ষিণ দিনাজপুর:—-–ফুল গাছের টবের বিক্রির চাহিদা বেড়েছে।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বেলবাড়ি এলাকা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের পাশাপাশি,বাইরের রাজ্য থেকেও ব্যবসায়ীরা এসে তা কিনে নিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকা শিল্পীরা জানালেন, মুনাফা খুব একটা বেশি না হলেও বহুদিন ধরেই তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আছেন বলে এই কাজ তারা করে চলেছেন পরিবারে সকলকে সঙ্গে নিয়ে।দেখতে সুন্দর ও টেকসই হবার কারণে এখানকার ফুলের টবের যথেষ্ট চাহিদা রয়েছে বলে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্য রাজ্যতেও বলে ব্যবসায়ীরা জানালেন।
সারা বছর ধরেই গঙ্গারামপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের বেলবাড়ি এলাকার বাসিন্দারা বিভিন্ন ধরনের হাড়ি, পাতিল বানানোর কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বৈশাখ মাসের শুরুতেই তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুলের টব তৈরি করে থাকেন মাটি দিয়ে। বৈশাখ মাসের পর থেকেই বিভিন্ন ধরনের ফুলের গাছ কিনতে পাওয়া যায় বিভিন্ন ফুলের দোকান ও নার্সারি গুলিতে।এই সমস্ত টব গুলিতেই বিভিন্ন ধরনের ফুলগুলি লাগিয়ে বাসিন্দাদের বাগানের পাশাপাশি বাড়ির ছাদের টব লাগিয়ে সৌন্দর্যায়ন করে থাকেন। যে ঘটনা শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামগঞ্জেও দেখা যায়। একটি ছোট টব ১০ টাকা আবার বড় আকারের ফলে ২০/২৫ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে গঙ্গারামপুরে বলে খবর।
গঙ্গারামপুর পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের বেলবাড়ি এলাকার এই ধরনের মৃৎশিল্পের কাজে যুক্ত থাকা শিল্পীরা জানালেন,
রোজগার খুব একটা না হলেও বহুদিন ধরেই তারা এমন কাজ করে আসছেন।রাজ্যের পাশাপাশি বাইরের রাজ্যের এই টক এর চাহিদা রয়েছে প্রচুর। টেকসই ও দাম কম হবার সুবাদে তাদের এই টবের চাহিদাও রয়েছে ব্যাপক।
বাইরে থেকে টব কিনতে আসা এক ব্যবসায়ী জানালেন, টেকসই ও সুন্দর দেখতে এই টব গুলি মজবুত হবার কারণে বাইরের রাজ্যে তার চাহিদা রয়েছে বলেই এখান থেকে আমরা তা কিনতে আসি।লাভ হয় ভালোই।
আগামী দিনেও যে গঙ্গারামপুরে ফুলের টব চাহিদা আরো বাড়বে রাজ্যের পাশাপাশি বাইরের রাজ্যতেও বলে মনে করেছেন অনেকেই।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বেলবাড়ি এলাকার ফুলের টব পাড়ি দিচ্ছে রাজ্যের...