এদিন বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা গৌতম দাস, তৃণমূল নেতা তথা বিশিষ্ট আইনজীবী চিরঞ্জিত মিত্র, তৃণমূল নেতা সুরজিৎ ঘোষ এ ছাড়াও বহু তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা। মূলত জেলার ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে। যার ফলে নিত্যদিনের সমস্যার মুখে পড়ে মুহূর্ত রোগীরা। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্যই আজকের এই রক্তদান শিবির করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা।
এ বিষয়ে বিশিষ্ট তৃণমূল নেতা তথা আইনজীবী চিরঞ্জীব মিত্র জানিয়েছেন, আজকে আমরা বুনিয়াদপুর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের তরফ সে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হয়েছি। ধন্যবাদ জানাই তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের বুনিয়াদপুর মহাবিদ্যালয় এর সমস্ত ছাত্র-ছাত্রীদের। তারা যাতে আগামীতেও আরো বেশি করে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করে।
এ বিষয়ে তৃণমূল নেতা গৌতম দাস জানিয়েছেন, আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের ডাকে বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে উপস্থিত হয়েছে ছাত্র-ছাত্রীদের উৎসাহ বাড়াতে।
এ বিষয়ে বুনিয়াদপুর মহাবিদ্যালয় এর প্রিন্সিপাল জিতেশ চন্দ্র চাকি জানিয়েছেন, বুনিয়াদপুর মহাবিদ্যালয় বরাবর রক্তদান থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম করে থাকে বিভিন্ন সময়ে। এবছরও তার কোনো অন্যথা হয়নি। আমরা আজকে এক রক্তদান শিবিরের আয়োজন করেছি। তার ফলে উপকৃত হবে বহু মুহূর্ষ রোগীরা।