কালিয়াগঞ্জ:-পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চায়ের দোকানদারের। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ৪ নং বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিনে হলদিবাড়ি এলাকায় বালুরঘাট -রায়গঞ্জ রাজ্য সড়কে। মৃত ওই ব্যক্তির নাম দাফাই সরকার বাড়ি বলরামপুর বয়স প্রায় ৩৫। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাত্রিতে দাফাই সরকার রাস্তা পার হচ্ছিল সেই সময় বুনিয়াদি পুর থেকে রায়গঞ্জ অভিমুখী এক মোটরবাইক এসে সজোরে ধাকা মারে দাফাই সরকারকে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পরে । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ আহত দাফাই সহ মোটরবাইক চালক ও তার সঙ্গীকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দাফাই সরকারের। মৃত্যুর খবর গ্রামে পৌঁছতে শোকের ছায়া নেমে এসেছে বলরামপুর এলাকাজুড়ে। বাইক চালক ও তার সঙ্গী চিকিৎসাধীন কালিয়াগঞ্জ হাসপাতলে। কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক চায়ের দোকানদারের। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের ৪...