উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান পেল দক্ষিন দিনাজপুরের ৯ জন কৃতি

0
1311

উচ্চ মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় স্থান পেল দক্ষিন দিনাজপুরের ৯ জন কৃতি, বালুরঘাট হাইস্কুল থেকে একাধিক সফলতা

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ১০ জুন ———- ৪৯৩ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থানের অধিকারী দক্ষিণ দিনাজপুরের তিন কৃতি ছাত্র-ছাত্রী। দুই জন বালুরঘাট হাই স্কুলের ছাত্র হলেও, বালুরঘাট গার্লস হাইস্কুলের একজন ছাত্রী রয়েছেন সেই তালিকায়। আকাশ ঘোষ ও পার্থসারথি সাহা তারা বালুরঘাট হাই স্কুলের ছাত্র, তাদের প্রাপ্ত নম্বর ৪৯৩। বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী তিস্তা দত্ত, সেও ৪৯৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছেন। অন্যদিকে ৪৯২ পেয়ে বিজন বর্মন বালুরঘাট হাইস্কুল থেকে এবারে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। একইসাথে পতিরাম হাইস্কুলের ছাত্রী তুলিকা দাস ৪৯০ পেয়ে রাজ্যে নবম স্থান অর্জন করেছে। যাকে এদিন ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানিয়েছে পতিরাম থানার পুলিশ। অন্যদিকে কুমারগঞ্জের গোপালগঞ্জ হাইস্কুলের ছাত্রী কোয়েল রায় ৪৮৯  নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে। এদিন সকালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের মেধা তালিকায় দক্ষিন দিনাজপুর থেকেই নয়জন স্থান পাওয়ায় রীতিমতো খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গোটা জেলাতেই। কৃতি ওই ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকে চিকিৎসক হয়ে নিজের ভবিষ্যৎ পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। অনেকে আবার অর্থনৈতিক বিষয় নিয়ে নিজের ভবিষ্যত পড়াশুনা এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। 
আকাশ ঘোষ, পার্থ সারথী সাহা ও তিস্তা দত্তরা জানিয়েছেন, নির্দিষ্ট সময় ধরে তারা প্রত্যেকেই পড়াশুনা করতেন। তার ফাকে খেলাধুলা, গান,  টিভি দেখা এসব নেশাও ছিল তাদের। বাবা মায়ের পাশাপাশি শিক্ষকরাও তাদের যথেষ্ট সাহায্য করেছে তাদের এই সফলতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here