শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,6জুন ,দক্ষিণ দিনাজপুর:————–পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। এমন ঘটনাই শোরগোল পড়েছে লেখা জুড়ে। এলাকাবাসিদের কাছ থেকে জানা গিয়েছে যে,বুনিয়াদপুর এর দিক থেকে রায়গঞ্জ এর দিকে এক মাল বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে নারায়ণপুর এলাকায় পাল্টি খেয়ে যায়। সেই গাড়িতে থাকা একজন ঘটনাস্থলে গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তড়িঘড়ি তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও সেই মৃত ব্যক্তির নাম ঠিকানা পাওয়া যায়নি।যদিও গাড়ির চালক এর জন্যই এরকম দুর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ। এমন ঘটনার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ আবার জাতীয় সড়ক। বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এবিষয়ে এলাকাবাসী রঞ্জিত মন্ডল জানিয়েছেন ,একটি মাল বোঝাই বুলেরো পিকআপ ভ্যান বুনিয়াদপুর এর দিক থেকে রায়গঞ্জ এর দিকে যাচ্ছিল। যাবার সময় গাড়িচালকের পাকামির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণপুর এলাকায় গাড়িটি পাল্টি খেয়ে যায়। গাড়িতে থাকা এক ব্যক্তি রাস্তার মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরো এলাকায়।