গঙ্গারামপুর ফুলবাড়ি থেকে 30 টাকা টিকিট কেটে এক কৃষক যুবক হলেন রাতারাতি কোটিপতি

0
2257

গঙ্গারামপুর ফুলবাড়ি থেকে 30 টাকা টিকিট কেটে এক কৃষক যুবক হলেন রাতারাতি কোটিপতি, খবর পেয়ে আতঙ্কে গেলেন বংশীহারী থানায়, দুঃখ গুচে গেল দাবি টিকিট প্রাপকের

শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ৬ জুন দক্ষিণ দিনাজপুর : রাতারাতি কোটিপতি হলেন এক কৃষক। মাত্র 30 টাকার টিকিট কেটেই এক শ্রমিক হলেন কোটিপতি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকার বাসিন্দা ফুলবাড়ী থেকে 30 টাকা দিয়ে ডিয়ার কোম্পানি টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই তিনি কোটি টাকার পুরষ্কার পান।এদিন তিনি সেই বিষয়টি জানতে পেয়েই আতঙ্কে তিনি বুনিয়াদপুরে থাকায় সঙ্গে সঙ্গে বংশীহারী থানার দ্বারস্থ হন। তিনি জানিয়েছেন, অভাব অনেক দূর হলো। সংসারে টানাটানি থাকলো না।  জানা গিয়েছে ,গঙ্গারামপুর থানার ফুলবাড়ির বাসিন্দা সুবোধ বর্মন পেশায় তিনি একজন কৃষক।গত রবিবার সন্ধ্যায় তিনি গঙ্গারামপুর থানার ফুলবাড়ীতে বাজার করতে এসে ৩০ টাকার লটারি কাটেন। মঙ্গলবার রাতে তিনি বুনিয়াদপুরে গিয়েছিলেন একটি কাজে। সেখানেই তিনি জানতে পারেন তাঁর কেনা টিকিটে এক কোটি টাকার পুরস্কার লেগেছে। খবর জানার পর থেকে খুশিতে মতেছেন তিনি।কিন্তু আতঙ্কে তিনি সঙ্গে সঙ্গে তিনি বংশীহারী থানায় চলে যান।লটারিতে পুরস্কার প্রাপক সুবোধ বর্মন বলেন,রবিবার ৩০ টাকা দিয়ে লটারি কেটে ছিলাম। এদিন রাতে জানতে পারি আমার টিকিটে এক কোটি টাকার পুরস্কার হয়েছে। আতঙ্কে থানায় হাজির হয়। সংসারের অনেক কষ্ট দূর হবে এই টাকা পাওয়ার পরে।    কৃষক পরিবারের এমন পুরস্কার পাওয়ায় তারা অনেক অর্থে উপকার হবে বলে মনে করছে অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here