দক্ষিন দিনাজপুরে জেলাশাসক পদে রদবদল, আয়েষা রানী এ কে সরিয়ে চেয়ারে বসলেন বিজিন কৃষ্ণা
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ জুন ——– দক্ষিন দিনাজপুরে জেলাশাসক পদে রদবদল। আয়েষা রানী এ কে সরিয়ে আনা হল বিজিন কৃষ্ণা কে। সোমবার দুপুরে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন জেলাশাসক বিজিন কৃষ্ণা কে দায়িত্ব ভার তুলে দেন বিদায়ী জেলাশাসক আয়েশা রানী এ।জেলা শাসক হিসেবে এই প্রথম দক্ষিণ দিনাজপুর জেলায় দায়িত্ব পেয়েছেন বিজিন কৃষ্ণা।এর আগে তিনি এ আরডি ডিপারমেন্টের স্পেশাল সেক্রেটারি পদে নিযুক্ত ছিলেন।অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার বিদায়ী জেলাশাসক আয়েশা রানী এ বদলি হন পশ্চিম মেদিনীপুর জেলায়। এদিন নতুন জেলা শাসক কে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান বিদায়ী জেলাশাসক আয়েশা রানী এ। একইসাথে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদেও বিদায়ী জেলাশাসক ও নতুন জেলাশাসককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান সভাধিপতি লিপিকা রায় সহ অনান্য কর্মাধ্যক্ষরা।