পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ জুন—— নজরকাড়া সাফল্য দক্ষিন দিনাজপুরে। রাজ্যে সপ্তম স্থান অধিকার করে বালুরঘাটের মুখ উজ্জ্বল করল সৌগত ঘোষ। এবারের মাধ্যমিক পরীক্ষায় বালুরঘাট হাই স্কুলের ছাত্র সৌগত ঘোষ প্রথম দশে নিজেকে প্রতিষ্ঠিত করে আরো একবার বালুরঘাটের গৌরব অক্ষুন্ন রাখতে সক্ষম হয়। এবারে মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৭। পড়াশুনার জন্য বর্তমানে কলকাতায় রয়েছে৷ বাড়ি বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায়। বাবা গৌতম ঘোষ পেশায় ব্যবসায়ী। সৌগত রাজ্যে সপ্তম ও জেলায় মধ্যে প্রথম হওয়ায় খুশি তার পরিবারের সদস্য সহ আপামর বালুরঘাটবাসী।
সৌগতর পরিবারের তরফে জানা গিয়েছে ছোট থেকেই পড়াশুনায় গভীর মনোযোগ রয়েছে তার। প্রতি ক্লাসেই ১ থেকে ৫ এর মধ্যে রোল থাকত সৌগতর। শুধুমাত্র পড়াশুনা নয় খেলাধূলা, টিভি দেখা ও খেতেও ভাল বাসে সৌগত। তার পছন্দের খাওয়ার বিরিয়ানি৷ বড় হয়ে ইঞ্জিনিয়ার হবার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কলকাতায় গিয়ে প্রস্তুতি শুরু করেছে সৌগত। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ ঘন্টা করে পড়াশুনা করত সে বলে জানানো হয়েছে তার পরিবারের তরফে। ছেলে ভাল ফলাফল করবে আসা ছিল প্রত্যেকেরই। তবে রাজ্যে ১ থেকে ১০ মধ্যে স্থান অধিকার করবে এটা অনেকেই ভাবতে পারেননি। শুধু মাত্র পরিবার পরিজন নয় সৌগতের এমন ভাল রেজাল্টে খুশি বালুরঘাট হাইস্কুলের শিক্ষকরাও।
সৌগতর বাবা গৌতম ঘোষ জানিয়েছেন, ছেলে বাড়িতে না থাকলেও সকাল সকাল এমন খবরে যথেষ্টই খুশি হয়েছেন তিনি। আশা ছিল সে ভালো কিছু করবে, তবে রাজ্যে দশের মধ্যে সে উঠে আসবে এটা অনেকটাই আশার বাইরে। অনেকক্ষন পড়াশুনা করত সে। আগামীতে ছেলের ইঞ্জিনিয়ার হবার লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তারা।