রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী।

0
268

রায়গঞ্জ:-রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সাংসদ দেবশ্রী চৌধুরী। শুক্রবার রায়গঞ্জে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে বসে সাংসদ দেবশ্রী চৌধুরী এক এক করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজের তথ্য তুলে ধরেন তিনি। দেবশ্রী চৌধুরী বলেন, ইতিমধ্যে জেলাবাসীর মূল দাবী দিনের ট্রেন চালু হয়ে গিয়েছে। আগামী ৭ তারিখ নতুন করে ডি এম ইউ চালু হচ্ছে। সেই সঙ্গে খুব দ্রুত রায়গঞ্জে চালু হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিস। আগামী, সপ্তাহেই এই অফিস চালু হওয়ার কথা। সেই সঙ্গে সাংসদ তুলে ধরেন ডালখোলা বাইপাস প্রসঙ্গও। যানজট সমস্যা মেটাতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই পাশাপাশি রায়গঞ্জে স্পোর্টস কমপ্লেক্স, নোটিফায়েড হেলিপ্যাড, হেমতাবাদে আন্তর্জাতিক হাট ও রাধিকাপুরে আন্তর্জাতিক বানিজ্যকেন্দ্র গড়ার প্রক্রিয়া চলছে বলে জানান সাংসদ। তবে এইমস প্রসঙ্গে তিনি জানান, একবার প্রকল্প ঘুরে যাওয়ার পর এ জেলায় এইমস হওয়া কোনো ভাবেই সম্ভব নয়। যদিও চেষ্ঠা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here