জেলাজুড়ে পথ কুকুরদের জলাতঙ্কের প্রতিষেধক টীকা এবং নির্বিজকরন কর্মসূচি শুরু করল পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এবং অরবিন্দ স্পোর্টিং ক্লাব।

0
283

উত্তর দিনাজপুর:-জেলাজুড়ে পথ কুকুরদের জলাতঙ্কের প্রতিষেধক টীকা এবং নির্বিজকরন কর্মসূচি শুরু করল পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এবং অরবিন্দ স্পোর্টিং ক্লাব। পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর এই জলাতঙ্ক নির্মূল অভিযান কর্মসূচির ফলে জলাতঙ্ক রোগ প্রতিহত করতে অনেকটাই সুবিধা পাবেন উত্তর দিনাজপুর জেলাবাসী। এর পাশাপাশি এদিন পশুপ্রেমী সংস্থার সর্বভারতীয় চেয়ারপার্সন মানেকা গান্ধীর দেওয়া একটি অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস। সেই অ্যাম্বুলেন্সে আহত অসুস্থ পথ কুকুরদের পশু হাসপাতালে নেওয়া দেওয়া করা হবে।

বিগত ২২ বছর ধরে কুকুর বিড়াল, গরু ছাগল সহ সমস্ত জীবজন্তু উদ্ধার এবং তাদের চিকিৎসা ও সেবা সুশ্রুষা করে তোলার পরিষেবা দিয়ে চলেছে উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস নামে পশু প্রেমী সংস্থা। বিগত দিনের মতো এবারেও রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার পথ কুকুরদের কামড়ে সাধারন মানুষের জলাতঙ্ক প্রতিরোধ করতে জলাতঙ্ক নির্মুল অভিযান কর্মসূচি পালন করল তারা। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা এবং উত্তর দিনাজপুর পিউপিলস ফর অ্যানিমেলস এর সকল সদস্যরা রায়গঞ্জ শহরের পথ কুকুরদের ধরে ধরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক এবং নির্বিজকরন করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here