জমি নিয়ে বিবাদের জেরে মা ও মেয়েকে লাঠিপেটা করার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে।

0
321

কোচবিহার:-জমি নিয়ে বিবাদের জেরে মা ও মেয়েকে লাঠিপেটা করার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে।মেখলিগঞ্জের জামালদহেরে ঘটনা ,মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে ,রাতে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় ,এদিন প্রকাশ্যে রাজ্য সরকের রাস্তার মা ও মেয়েকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। মেখলিগঞ্জ ব্লকের জামালদহ বাজারে অবস্থিত অঞ্চল অফিস সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আক্রান্ত পরিবারের তরফে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও অভিযুক্ত ওই প্রতিবেশী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পালটা মা ও মেয়ের বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ করেছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মেখলিগঞ্জ থানার পুলিশ।


ঘটনার সময়সাথে স্থানীয় একজন ভিডিও বন্ধি করেন লাঠিপেটার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here