জলপাইগুড়ির নাগরাকাটা চা বাগান এলাকার আদিবাসী পরিবারের মেয়ে গীতিকা এক্কার পরিবারের হাতে আজ মঙ্গলবার এক লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে।

0
308

জলপাইগুড়ি:- জলপাইগুড়ির নাগরাকাটা চা বাগান এলাকার আদিবাসী পরিবারের মেয়ে গীতিকা এক্কার পরিবারের হাতে আজ মঙ্গলবার এক লক্ষ টাকা অনুদান তুলে দেওয়া হল জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে। এদিন এই অনুদান তুলে দেওয়া হয় গীতিকা এক্কার বাবা গণেশ ওড়াও এর হাতে যিনি বর্তমানে জলপাইগুড়ি জেলা পরিষদের বন বিষয়ক কর্মাধ্যক্ষ ও এসজেডিএর সদস্য। উল্লেখ্য, গীতিকা এক্কাকে আগেই শিক্ষা বিষয়ক ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল জলপাইগুড়ি জেলা পরিষদ। বর্তমানে সে লন্ডনের বুর্নেল ইউনিভার্সিটিতে হিউম্যান রিসোর্স এন্ড এম্প্লয়মেন্ট রিলেশনের ওপর এমএসসি করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here