বালুরঘাটের খরাইলে টাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের

0
352

বালুরঘাটের খরাইলে টাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, বেপরোয়া গতির ধাক্কাতেই থেতলে যায় ছোটনের মাথা

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২৩ ডিসেম্বর  —— ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের খরাইল পদ্মপুকুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম ছোটন বিশ্বাস, বাড়ি শহরের নেপালীপাড়া এলাকায়। জানা যায়, এদিন দুপুরে পদ্মপুকুর এলাকা দিয়ে হেটে যাবার সময় বেপরোয়া গতির একটি ট্রাক্টর পিছন থেকে ধাক্কা মারে ছোটন নামের ওই যুবককে। রাস্তায় পড়ে যেতেই ট্রাক্টরের চাকায় থেতলে যায় যুবকের মাথা। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। ঘটনার পরেই এলাকায় ছুটে আসে স্থানীয়রা। এদিকে এমন ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনীও। যদিও ঘটনার পরেই এলাকা ছেড়ে পালাতে সক্ষম হয় ঘাতক ট্রাক্টর ও তার চালক। যাদের খোজে জোর তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। 
স্থানীয় এক বাসিন্দা কুন্তল দাস বলেন, পেছন থেকে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কার জেরেই এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এলাকায়। বেপরোয়া ট্রাক্টরগুলির গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বসানোর প্রয়োজন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here