বালুরঘাট ডিপোর আয় বাড়াতে পরিদর্শনে এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, খতিয়ে দেখলেন পরিকাঠামোও
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৩ ডিসেম্বর— উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আয় বাড়াতে বালুরঘাট ডিপো পরিদর্শনে এলেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট ডিপো চত্বর ঘুরে দেখার পাশাপাশি আধিকারিকদের কাছ থেকে শোনেন একাধিক সমস্যার কথাও। যেখানেই তিনি উল্লেখ করেছেন বালুরঘাট ডিপোর আয়ের বিষয়। তার কথায় এই ডিপোর বছরে আয় ছিল ৮০ লক্ষ টাকা, যা ২০২২ এর মধ্যে এক কোটি টাকা করতে হবে। আর সেই লক্ষ্যমাত্রা পুরনেই বিভিন্ন ডিপো ভিজিট করছেন। এদিন চেয়ারম্যানের এই ভিজিটের আগেই বালুরঘাট ডিপোতে হাজির হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক, কুমারগঞ্জের বিধায়ক তোরাব হোসেন মন্ডল সহ ডিপোর কর্মকর্তারা। এদিন ডিপো পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ প্রতিম রায় জানান, “সংস্থার আয় বাড়াতে যাবতীয় সমস্যা মিটিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ লাভজনক রুটে বাস চালাতে সংস্থা বদ্ধপরিকর বলেও জানিয়েছেন তিনি। বন্ধ হয়ে পড়া হিলি রুটে বাস চালানোর উদ্যোগ নেওয়া হবে। একইসাথে কোচবিহার বালুরঘাট ও কলকাতা বালুরঘাট রুটে আরো নতুন দুটি বাস নামানো হবে। চেয়ারম্যান আরো জানিয়েছেন, সংস্থাকে নিজের পায়ে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।