শিলিগুড়ি:-লাগাতার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনার শিকার হচ্ছে পথচলতি মানুষেরা।ইস্টার্ন বাইপাস রোডের জলেশ্বরী বাজারের সামনে একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে।কপালজোড়ে প্রাণে বেঁচে যায় যাত্রীরা।বৃহস্পতিবার সকালে ফের দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী গাড়ি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন এনজিপি থেকে একটি যাত্রীবাহী গাড়ি ইস্টার্ন বাইপাস রোড ধরে আশিঘরের দিকে যাচ্ছিল।ঠিক সেই সময় জলেশ্বরী বাজারের কাছে একটি মাল বোঝাই ট্রাক যাত্রীবাহী গাড়িটিকে ওভারটেক করতে গেলে আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে ঘুরে যায় এবং ট্রাকটি চার চাকার গাড়িটিকে ধাক্কা মারে।তবে চালকের তৎপরতায় যাত্রীরা বড়সড় দুর্ঘটনায় হাত থেকে রক্ষা পায়।
















