গোপন সূত্রে খবর পেয়ে ৫০ টি বাছুর সহ চার পাচারকারীকে আটক করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ।

0
308

কোচবিহার:- গোপন সূত্রে খবর পেয়ে ৫০ টি বাছুর সহ চার পাচারকারীকে আটক করল নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল। সুরজিৎ বাবু বলেন গোপন সূত্রে খবর পেয়ে নিশিগঞ্জ ফাঁড়ি এলাকায় একটি নাকা চেকিং বসানো হয় ।নাকা চেকিং চলাকালীন সময় ত্রিপল দিয়ে ঢাকা একটি গাড়ি আটক করে নিশিগঞ্জ ফাঁড়ির ওসি অজয় রায়ের নেতৃত্বে একটি পুলিশের টিম।

ত্রিপল সরাতেই বাছুর গুলো বেরিয়ে আসে তারপরই ঐ ৫০ টি বাছুরের সাথে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া যুবকদের নাম শাহাবুদ্দিন, বাদশা, মোহম্মদ রহমত, মোহাম্মদ জুনেদ বলে জানান ।

ঐ চারজনকে গ্রেপ্তার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। এই চারজনের মধ্যে তিনজনের বাড়ি বিহার এবং একজন ডালখোলার বাসিন্দা বলে জানা গেছে। গাড়িটি চ্যাংড়াবান্ধা থেকে কোচবিহার এর দিকে যাচ্ছিল বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক। চারজনকেই মাথাভাঙ্গা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here