পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২১ ডিসেম্বর— হাট থেকে ফেরার পথে টোটো ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের বরাহারের কাছে মদনপুর এলাকার ঘটনা। পুলিশ সুত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম বীরেশ বর্মন। বয়স ৭০ বছর। বাড়ি কুমারগঞ্জের জাখিরপুর এলাকায়। পেশায় মুড়ি বিক্রেতা। সোমবার বিকালে স্থানীয় একটি হাট থেকে বাজার সেরে সাইকেলে চেপে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেসময় বরাহারের মদনপুর এলাকায় একটি টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর জখম হন বীরেশ বাবু। আশঙ্কাজনক অবস্থায় বরাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে চিকিৎসক মৃত বলে জানায়। এই ঘটনায় জাখিরপুর এলাকায় শোকের ছায়া নামে।
মৃতের প্রতিবেশী যোগেন্দ্র নাথ সরকার জানান, ব্যবসা সেরে বাড়ি ফেরার পথে টোটোর ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে।