জলপাইগুড়ি:- শহরের রাস্তাঘাট নিয়ে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করলেন জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর প্রদীপ দে। প্রদীপ বাবু শহরে নির্মীয়মান রাস্তাসহ পুর পরিষেবা নিয়ে অভিযোগ করেন।
যে রাস্তাগুলো বর্তমানে তৈরি হচ্ছে তা তাপ্তি মেরেই ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো বলেন, বিরোধীদের কাজ শুধু বিরোধিতাই করা। শহরের একাধিক নতুন রাস্তা তৈরির কাজ চলছে।

সেসব না দেখে শুধু তারা বিরোধিতাই করে যাচ্ছেন বলে জানান সন্দীপবাবু।