উত্তর দিনাজপুর:-মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে বাংলার একটিও মানুষ যাতে করোনা টিকা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে রাজ্য জুড়ে দুয়ারের সরকারের পর ” দুয়ারে ভ্যাকসিন” কর্মসূচী শুরু হয়েছে। এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচী শুরু হলো। পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছেন পুরসভার স্বাস্থ্য কর্মীরা। যাঁরা একজনও কোভিড টীকা নেননি তাঁদের সেখানেই টীকা প্রদান করছেন স্বাস্থ্য কর্মীরা। এই বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুর প্রশাসক শচীন সিংহরায় জানান, একটিও মানুষ যাতে করোনা টিকা করণ থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যেই রাজ্য সরকারের উদ্যোগে ” দুয়ারে ভ্যাকসিন ” কর্মসূচী শুরু হল কালিয়াগঞ্জ পুর এলাকায়। যেসব পুরবাসিরা বিভিন্ন কারনে ভ্যাকসিন নিতে পারেনি সেই সব এলাকায় পৌঁছে পুর এলাকার স্বাস্থ্য কর্মীরা চিহ্নিত করে তাদের এলাকায় গিয়ে ভ্যাকসিন প্রদান করা হবে।পুরসভার এই উদ্যোগে খুশি পুর নাগরিকেরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যজুড়ে চলছে ” দুয়ারে সরকার ” কর্মসূচি। যা সাড়া ফেলে দিয়েছে রাজ্যের মানুষের কাছে। দুয়ারে সরকার কর্মসূচী সাফল্যের পর এবার রাজ্যের প্রতিটি মানুষকে কোভিড ভ্যাকসিন প্রদান করার জন্য শুরু করা হয়েছে ” দুয়ারে ভ্যাকসিন ” কর্মসূচি। দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার পর থেকেই এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় ভ্যাকসিন প্রদান কর্মসূচী শুরু হয়েছে জোরকদমে। এবার যেসমস্ত মানুষ কোনও কারনবশত কোভিড ভ্যাকসিন নেননি বা আগ্রহ প্রকাশ করেন নি, সেইসব এলাকায় পৌঁছে যাচ্ছে ভ্যাকসিন প্রদানকারী ভ্যান। বাড়িতে বাড়িতে পৌঁছে খোঁজ নিয়ে তাঁদের কোভিড ভ্যাকসিন দিচ্ছেন কালিয়াগঞ্জ পুরসভার স্বাস্থ্য কর্মীরা। কালিয়াগঞ্জ পুরসভার এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি ব্যাপক সাড়া পড়েছে। পুরসভার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা।