সীমান্ত এলাকায় বাড়ছে মাদকাসক্তের সংখ্যা, পাল্লা দিয়ে রোজ বাড়ছে সাইবার ক্রাইম ও মানব পাচারের মতো অপরাধও। হিলিতে সচেতনতার পাঠ জেলা পুলিশের

0
282

পিন্টু কুন্ডু,  বালুরঘাট,  ২০ ডিসেম্বর  ——- সীমান্ত এলাকায় বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে  মানবপাচার থেকে শুরু করে সাইবারক্রাইমের মতো অপরাধও। আর তা বন্ধ করতেই এবারে মাঠে নেমে সচেতনতার পাঠ শেখালো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সোমবার হিলি থানার পুলিশের উদ্যোগে থানা চত্বরেই এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, ডিএসপি সোমনাথ ঝা সহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা। হাজির ছিলেন ড্রাগ ইন্সপেক্টর রঞ্জিত মন্ডল,  বেশকিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ও সীমান্ত এলাকার স্কুল কলেজ পড়ুয়ারা। এদিন দীর্ঘ  প্রায় তিনঘন্টার এই সচেতনতা শিবিরে আলোচিত হয় একাধিক বিষয়।


ভারত-বাংলাদেশের তিনদিক সীমান্তবেষ্টিত জেলা দক্ষিণ দিনাজপুর। এলাকার মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে যেমন একদিকে বাড়ছে মানব পাচারের মতো অপরাধ। তেমনি উন্মুক্ত সীমান্তকে কাজে লাগিয়ে চলছে অবাধ মাদক পাচার, আর তার জেরে বাড়ছে অল্প বয়সীদের মধ্যে মাদাকাসক্তের পরিমানও। যা রোধ করতে কার্যত হিমসিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। এদিকে সময়ের সাথে পাল্লা দিয়ে সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই বাড়ছে সাইবার ক্রাইমের মতো অপরাধের সংখ্যাও। আর যা রোধ করতে সাধারন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যে এসব অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ায় এদিন সীমান্ত এলাকার  পড়ুয়াদের সচেতনতার পাঠ শেখায় পুলিশের পদস্থ কর্মকর্তারা। যেখানে আলোচিত হয় পড়ুয়াদের মাদকাসক্ত হবার বিষয়, পাচার ও সাইবার অপরাধের ধারাবাহিক বিষয়গুলো। মাদকাসক্ত হবার পর সুস্থ জীবনে ফিরে এসেছেন এমন দু চারটি উদাহরণও এদিন ছাত্র ছাত্রীদের কাছে  উপস্থাপনা করেন জেলা পুলিশ। 


জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, সাইবার ক্রাইম, মানব পাচার ও মাদকাসক্তের সংখ্যা কমাতে ও মানুষের মধ্যে এসবের সচেতনতা বৃদ্ধিতেই এধরণের সচেতনতা শিবিরের আয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here