কোচবিহার : মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীর হাট এলাকার অশোক বাড়ি গ্রামের দেব বর্মন( ১৩) চেনাকাটা হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। মারন রোগে আক্রান্ত অতি সত্বর তার চিকিৎসা ব্যবস্থা না করা হলে তার মৃত্যু হতে পারে । বর্তমান সে মাথাভাঙ্গা মহকুমা হাসপতালে ভর্তি রয়েছে । চিকিৎসকদের মত ওই শিশুর বোন ম্যারো এপ্লাস্টিক এনিময়া রোগে আক্রান্ত। তার দ্রুত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। তার জন্য দরকার প্রচুর অর্থের ।যেটা প্রায় আনুমানিক ২০ থেকে ৪০ লক্ষ্য টাকা । যেটা ওই পরিবারের পক্ষে সম্ভব নয়।দেবের মা বিনোদিনী বর্মন অন্যের বাড়িতে কাজ করে কোনরকম দুবেলা দু মুঠো খাবার জোটে তাদের । তার পক্ষে এত টাকা যোগাড় করা কোনভাবেই সম্ভব নয়।দেবের বাবা নেই তাই তার চিকিৎসায় সাহায্যের আবেদন দেবের মায়ের ।ঠিকভাবে বলতেও পারছেন না কথা চোখে জল ভারাক্রান্ত শুরেই বললেন ছেলেকে বাঁচতে অর্থের প্রয়জন কেউ যদি এগিয়ে আসে তাহলে ছেলেকে বাঁচাতে পারবেন ।
এই বিষয় নিয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসক শান্ত বর্মন বলেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে ২০ থেকে ৪০ লক্ষ টাকা প্রয়োজন । ছেলেটি প্রতিদিন মৃত্যুর মুখে চলে যাচ্ছে । আমরা হাসপাতাল থেকে চেষ্টা করছি প্রতিদিন রক্ত দিতে হচ্ছে কিন্তু ছেলেটির চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন কেউ এগিয়ে এলে হয়তো সুস্থ জীবনে ফিরতে পারবে ছেলেটি । মাথাভাঙ্গা হাসপাতালের চিকিৎসকরাও চেষ্টা করছেন তারাও সবসময় ছেলেটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তবে আর্থিক সাহায্য ছেলেটি প্রাণ বাঁচাতে পারে