শিলিগুড়ি:-নিজের বাড়ি থেকে বাবাকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে।আদালতের দারস্ট হলেন ৭১ বছর বয়সী যোগেন্দ্র প্রসাদ গুপ্তা।শিলিগুড়ির চম্পাসরী এলাকার বাসিন্দা যোগেন্দ্র প্রসাদ গুপ্তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।তার স্ত্রীর মৃত্যুর পর ছেলেদের সাথে নিজের বাড়িতেই থাকতেন তিনি।তার অভিযোগ,বাড়িটি তার স্ত্রীর নামে রয়েছে কিন্তু তা সত্ত্বেও তার মৃত্যুর পর,যোগেন্দ্র প্রসাদকে তার বড় ও মেঝো ছেলে নানাভাবে হেনস্থা করতে থাকে এবং তাকে বাড়ি থেকে বের করে দিতে চায়।এর সূত্রপাত হয় কয়েক মাস আগে।যোগেন্দ্র প্রসাদ বাবু বলেন,তাকে একটি ঘরে রাখা হয়েছিল যে একটি গুদাম ঘরের সমান,সেই কারণে তিনি নিজের জন্য একটি ঘর করতে চাইছিলেন।কিন্তু সেখানেই তার বড়ো ছেলে ও মেঝো ছেলে তাকে বাঁধা দেয়।তার ওপর শারীরিক অত্যাচারও করা হয় বলে তার অভিযোগ।আর এই কারণেই নিজের অধিকার লাভের আশায় এবং বাকি জীবনটা বাঁচার জন্য শিলিগুড়ি মহকুমা শাসকের আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।বিষয়টি নিয়ে যোগেন্দ্র বাবু গত ২৭ শে অক্টোবর শিলিগুড়ি মহকুমা শাসকের আদালতে একটি অভিযোগ দায়ের করেন।১৯ই নভেম্বর বিষয়টি নিয়ে প্রথম শুনানি হয়।এরপর আদালত বিষয়টিকে নিয়ে প্রধান নগর থানা কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।আদালতের নির্দেশ নিয়ে প্রধান নগর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে শিলিগুড়ি মহকুমা আদালতে ঘটনার রিপোর্ট পেশ করে। তার আশা আইন তাকে ন্যায্য বিচার দেবে।এখন দ্বিতীয় শুনানির অপেক্ষায় যোগেন্দ্র প্রসাদ বাবু।
Home বাংলা উত্তর বাংলা নিজের বাড়ি থেকে বাবাকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো দুই ছেলের বিরুদ্ধে।আদালতের...