কোচবিহার :- বাংলাদেশের 50 তম স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহারে বিএসএফের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোপালপুর সেক্টর বিএসএফের 47 নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে এদিন কোচবিহার কলেজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঋণ কুচবিহার কলেজ প্রাঙ্গণে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী থেকে শুরু করে হাজার 1971 সালে যুদ্ধে বিএসএফ-এর ভূমিকার যে বিভিন্ন বিষয়ে সে গুলোকে তুলে ধরা হয় । ফটো এক্সিবিশন এর মধ্য দিয়ে বিষয়টিকে তুলে ধরেন বিএসএফ জওয়ানরা। যেখানে 1971 সালে কিভাবে যুদ্ধ করা হয়েছিল বিএসএফ কিভাবে কাজ করেছিল সেই সমস্ত বিষয়টি তুলে ধরা হয় । ঋণ সেটা দেখে কোচবিহার কলেজের ছাত্র-ছাত্রীরা অনেকটাই উৎসাহিত হন। এই উপলক্ষে উপস্থিত ছিলেন গোপালপুর সেক্টর বিএসএফের ডিআইজি ব্রিগেডিয়ার আর এস রাওয়াত, কোচবিহার কলেজের প্রিন্সিপাল ডাক্তার পঙ্কজ কুমার দেবনাথ সহ বিএসএফ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা ।
Home বাংলা উত্তর বাংলা বাংলাদেশের 50 তম স্বাধীনতা দিবস উপলক্ষে কোচবিহারে বিএসএফের পক্ষ থেকে বিজয় দিবস...