জলপাইগুড়ি:- আলুর মরশুমে কৃষকেরা আলু চাষের সব রকম প্রস্তুতি নেওয়ার পরও বেশিরভাগ আলু চাষী আলু চাষ করতে পারছেন না বলে অভিযোগ। সারের কালোবাজারির ফলে গরীব ও ক্ষুদ্র আলু চাষীরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ। সারের সংকট তৈরি করে চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে বলে দাবি। আলুর মরশুমের প্রাক্কালে সারের সংকট এবং সারের কালোবাজারি বন্ধ করার বিষয়ে সঠিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে বুধবার জলপাইগুড়ি কৃষি ভবনের দারস্থ হল জেলা কংগ্রেস। ন্যায্য মুল্যে সার ও কালোবাজারি বিক্রি রুখতে এদিন শহরের ক্লাবরোডের কৃষি ভবনে স্বারক লিপি দিল জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটি। এবিষয়ে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার ( প্রশাসনিক) অসিম চক্রবর্তী বলেন জেলা কংগ্রেস সারের মূল্য বৃদ্ধি নিয়ে স্বারক লিপি দিলেন। সার নিয়ে বাজারে কালবাজারি হচ্ছে বলে অভিযোগ করছেন। আমরা সে বিষয়ে বাজারগুলিতে নজরদারি করব। সার নিয়ে এমনি কোন সমস্যা নেই এখন। বিষয়টি দেখছি । আমরা নিয়মিত চেকিং করছি কোথায় কোথায় সারের কালোবাজারি হচ্ছে। আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।