কোচবিহার :- কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ন ভূপ বাহাদুরের 106তম জন্মজয়ন্তী উদযাপন করা হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা দপ্তরের । উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা তৈরি করেছিলেন মহারাজা জগদীপেন্দ্র নারায়ন ভুপ বাহাদুর । সেই সময় নামকরণ ছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট । পরবর্তী সময়ে তার নাম পরিবর্তন হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা হয় । তবে এত বছরের এই সংস্থা হলেও এখানে কোনদিনও মহারাজের জন্মজয়ন্তী উদযাপন করা হয়নি । এই প্রথম উত্তরবঙ্গ রাষ্ট্রপতি সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এর উদ্যোগে মহারাজের জন্মজয়ন্তী উদযাপন করা হয় । চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন সংস্কার দপ্তর এর বাইরে মহারাজার মূর্তিও বসানোর উদ্যোগ গ্রহণ করা হবে । এছাড়াও এদিন কোচবিহারের বিভিন্ন জায়গায় মহারাজের জন্মজয়ন্তী উদযাপন করা হয় ।
Home বাংলা উত্তর বাংলা কোচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ন ভূপ বাহাদুরের 106তম জন্মজয়ন্তী উদযাপন করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয়...