ফুলবাড়ি ব্যারেজের লকগেট মেরামতের জন্য সোমবার থেকে দু’দিনের জন্য মহানন্দা ব্যারেজের লকগেট বন্ধ করে দেওয়া হলো।

0
276

শিলিগুড়ি:-ফুলবাড়ি ব্যারেজের লকগেট মেরামতের জন্য সোমবার থেকে দু’দিনের জন্য মহানন্দা ব্যারেজের লকগেট বন্ধ করে দেওয়া হলো।ফলত আগামী দুদিন পানীয় জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে শিলিগুড়িতে বলে জানা গেছে।লকগেট খুলে দেওয়া হবে এই খবর ছড়িয়ে পড়তেই মাছ ধরার জন্য ভীড় করতে শুরু করে স্থানীয়রা।লক গেট খুলতে জল কমতেই মাছ ধরেতে দেখাযায় ব্যারেজে মৎসজীবি থেকে স্থানীয় বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here