শিলিগুড়ি:-উত্তরবঙ্গ বর্ডার সিকিউরিটি ফোর্স ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছরেও কদমতলা বর্ডার সিকিউরিটি ফোর্স খেলার ময়দানে ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজ তার শুভ উদ্বোধন হলো এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমত নর্থ বেঙ্গল বর্ডার সিকিউরিটি ফোর্স এর আইজি ইন্সপেক্টর শ্রী রবি গান্ধী জাতীয় পতাকা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন।এবং তিনি জানান যে আমাদের জাতীয় খেলা ফুটবল তাই তারই দিকে তাকিয়ে এবারে এই খেলায় মোট ১১টি দল অংশগ্রহণ করেছে।যেগুলো পূর্ব-পশ্চিম এলাকার থেকে আসা।আজকের এই প্রথম দিনের প্রথম খেলায় খেলতে নেমেছিলো জম্বু বনাম গুজরাট সেই খেলায় জয়ী হয়েছে জম্বু।দ্বিতীয় খেলায় পাঞ্জাব বনাম কাশ্মীর সেই খেলায় পাঞ্জাব হয়েছে।তৃতীয় খেলায় সাউথ বেঙ্গল বনাম গোহাটি সেই খেলায় ড্রও হয়েছিলো।এই খেলাটির যেদিন ফাইনাল রয়েছে ১৭ তারিখ সেদিন উপস্থিত থাকবেন বাইচুং ভুটিয়া চিপ গেস্ট হিসেবে।
Home বাংলা উত্তর বাংলা কদমতলা বর্ডার সিকিউরিটি ফোর্স খেলার ময়দানে ইন্টার ফ্রন্টিয়ার ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের আয়োজন...