পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ ডিসেম্বর— হিলি সীমান্তে ১২ ডিসেম্বরের উদযাপন। ৭১এর ভারত-পাক যুদ্ধে শহীদ বীরদের উদ্দেশ্যে শহীদ দিবস পালন করলো ভারতীয় সেনা বাহিনী। রবিবার হিলি হাইস্কুল মাঠে যুদ্ধ স্মারকে অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, কোম্পানী কমান্ডার সহ জেলা প্রশাসনের আধিকারেকরা। দক্ষিন দিনাজপুর জেলা সৈনিক বোর্ডের আয়োজিত এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ২০২ মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক ব্রিগেডিয়ার এইচ এস মাভি। দক্ষিন দিনাজপুরের জেলা শাসক আয়েষা রানী এ, পুলিশ সুপার রাহুল দে ছাড়াও উপস্থিত ছিলেন ৬১ ও ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের কোম্পানী কমানডেন্ট সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে জানানো হয় স্যালুটও।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে হিলিতে সামিল হয় ভারতীয় সেনা । পাকিস্তানের খান সেনাদের বিরুদ্ধে মূল যুদ্ধটি হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে। সেখানেই পাকিস্তানের আচমকা হামলায় একসঙ্গে শহিদ হয় ৪০০বেশি ভারতীয় সেনা । পরবর্তীতে বদলা নিতে পালটা আঘাত হেনে কয়েক হাজার পাক-সেনাকে নিহত করে ভারতীয় সেনা। প্রায় একবছর ধরে চলে এই যুদ্ধ। ১২ ডিসেম্বর তারিখে হিলি সেক্টর যুদ্ধে জয়ী হয়ে হিলি কব্জা নিয়ে ঢাকার দিকে এগিয়ে যায় ভারতীয় সেনারা। ১৬ ডিসেম্বর পাক সেনা ভারতীয় সেনার কাছে ঢাকাতে পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয়। আর যারপরেই স্বাধীন হয় বাংলাদেশ।

২০২ মাউন্টেন ব্রিগেডের সেনা আধিকারিক ব্রিগেডিয়ার এইচ এস মাভি জানিয়েছেন, অসম্ভব মানসিক দৃঢতা ও আত্মসংযমের নিদর্শন রেখে ঐতিহাসিক যুদ্ধের মুখোমুখি হয়েছিল ভারতীয় সেনা। যা দেশের সন্মানে সর্বোচ্চ আত্মত্যাগকারী। যুদ্ধে যারা জীবনদান করেছেন সেইসব বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ও এই সেনানীদের বীরত্ব ও আত্মবলিদান প্রত্যেক ভারতবাসীর কাছে প্রেরনাদায়ক।