পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ ডিসেম্বর— এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বালুরঘাট কলেজের পুনর্মিলন উৎসব। রবিবার কলেজের প্রাক্তন ছাত্র তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অরুপ খাঁ অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন বালুরঘাট এবং পতিরাম কলেজ অধ্যক্ষ তথা এই কলেজের প্রাক্তন ছাত্র। আগামী বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিন বালুরঘাট কলেজ প্রাক্তনী সমিতির সম্পাদক হয়েছেন দেবাশীষ নন্দী।
এদিন সদ্য তরুণ থেকে ৮০ বছর বয়সী প্রবীণ প্রাক্তনী – সকলের অংশগ্রহণেই পুনর্মিলন উৎসব সফল হয়ে ওঠে। দেশ বিদেশের প্রচুর প্রাক্তনীরা এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। পুনর্মিলন উৎসবে প্রাক্তনীদের আবেগকে সম্মান জানিয়ে স্মৃতিচারণ করা হয়। পাশাপাশি নানা ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন।
দেবাশীষ নন্দী জানিয়েছেন, দেশ বিদেশের প্রচুর প্রাক্তন ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন। আগামীতেও এমন ধারা অব্যাহত থাকবে।