গাজোল থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করা হলো।

0
321

মালদা , ১০ ডিসেম্বর:-গাজোল থানার উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করা হলো। স্থানীয় শ্যাম সুখী হাই স্কুলের ছাত্রীদের নিয়ে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল গাজোল থানার পুলিশ। হেলমেট বিহীন চালকদের রাস্তায় থামিয়ে চকলেট দিয়ে হাত জোড় করে মোটরবাইক চালানোর ক্ষেত্রে সচেতন করলো পুলিশ।  সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিটি শুক্রবার একটি রেলিংএর মাধ্যমে আয়োজন করা হয় সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে।  উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার একটি হাইস্কুলের পড়ুয়ারা। এছাড়াও  উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি রণবীর বাগ, মেজবাবু অনিমেষ সমাজপতি সহ অন্যান্যরা । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here