মালদা-ফের ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা রাস্তার পাশে গাছে। তার জেরেই মৃত্যু হলো এক গৃহবধূ আহত হয়েছেন এক গাড়ি চালক। মর্মান্তিক পথো দুর্ঘটনা ঘটেছে এদিন সকালে মালদা জেলার সাদুল্লাপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম শেফালী বিবি বয়স (৩৯)বছর। বাড়ি গাজোল থানার ঘোষপুকুর এলাকায়।আহত হয়েছেন গাড়িচালক সৌমেন সাহা বয়স (৩৫)বছর। বাড়ি মালদা শহরের বুড়াবুড়ি তলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে মালদা শহরে রথ বাড়ি থেকে শেফালী বিবি কে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন সদুল্লাপুর এর দিকে। সকালে ঘন কুয়াশার জেরে না বুঝতে পারলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে গিয়ে ধাক্কা মারে সদুল্লাপুর পেট্রোল পাম্পের পাশে। গুরুতর আহত হন দুজনেই। তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন শেফালী বিবি নামে ওই গৃহবধূর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক সৌমেন সাহা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত গৃহবধূর পরিবারসহ গোটা গ্রামে।
Home বাংলা উত্তর বাংলা ফের ঘন কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা রাস্তার পাশে গাছে। তার...